পৃথিবীর খিলান ধরে দাঁড়িয়ে থাকে গুবরে পোকা
কিন্তু না, মনে হয় কে যেন তাকে শুড়শুড়ি দেয়,
হেসে গড়াগড়ি খায় বিপন্ন বাতাস।
ওরে ওরে ওরে আমার মন মেতেছে দখিনা হাওয়ায়...
বলে কোরাস গায় ভুয়া আউলিয়ার দল।


আনন্দের বিষমাখা ভুজঙ্গ তীর খেয়ে
ঘেমে নেয়ে ওঠে পাহাড়ের নিরেট পাথর,
ঝর্ণা ধারায় পপাত ধরণীতল একদল শামুক
আকাশের দিকে চায়, মনে হয় নখ দন্ত চঞ্চুহীন
একেকটি শকুন... ভিতরে অনেক ক্ষুধা,
অথচ খেয়ে খেয়ে মানচিত্রের পলিমাটি ছাড়া
আর অবশিষ্ট রাখেনি হায়েনার দল।


আর একদল একচোখ কাণা ল্যাংড়া বাদুড়
এক পায়ে তেঁতুল গাছের ডালে
ঝুলে ঝুলে দিনে ঘুমায় রাতের আশায়।
রাতের আধারে ওরা টকশো ফাটায়।
ওদের স্বপ্নে শুধু প্রবৃদ্ধির হার, রেমিটেন্স, রিজার্ভ
সিঙ্গাপুর কানাডা।


অথচ মুদ্রাস্ফীতি আর ক্রয় ক্ষমতার টানা পোড়েন সয়
কাঙ্গাল হরি নাথ এবং তার সম্প্রদায়।
ওরাও সেই নখদন্তহীন শামুকের মতোই।