একদিন সারাদিন
তোমার সবুজ ঘরে
রুপালি আলোর মিছিল হয়ে রব।


একদিন দখিনের ঝিলের জলে
পানকৌড়ির ডানায়
ইতিহাসের চাকা জুড়ে দেব।


একদিন সারাদিন
পাখীদের নীড়ে
জোনাকির মায়া হয়ে রব।


একদিন সারাদিন
পাহাড়ের গায় সফেদ সর্পিল
প্রপাতের সাথে মিশে যাব।


একদিন বাংলায়
সুদর্শন ফিরে যাবে, ভোরের কাক হয়ে
সোনালি ডানার চিল, বিবাগী সময়ের হাত ধরে
আবার ফিরবে নীড়ে, হিজলের ডালে।


একদিন পবনের নাওয়ে
ছেড়াপালে লাগবে মাতাল হাওয়া,
একদিন শরতের কাশফুলে
ছেয়ে যাবে রুপালি নদীর চর।


ঐদিন রুপালি রাতে, ছন্নছাড়া চাঁদ
উড়ে চলা মেঘের ফাঁকে
খুঁজে পাবে তোমার সবুজ ঘর।