একটা হাম্বা আমাকে বললো
এই দেশে আর থাকব না;
'ভাত দেয়ার মুরোদ নেই
কিল মারার গোসাই....'
এই প্রবাদটা উল্টে দিয়ে
দেখাও তো তোমরা মানুষ?


আমি বললাম, তুমি যদি
নিজের ভাত নিজে মারতে চাও
তবে ষোড়শ সংশোধোনী
সংক্রান্ত একটা তত্ত্ব লিখে
মৌচাকের দিকে ছুড়ে মার...,
দেখবে অষ্ট্রেলিয়ার বিমান রেডি!
আর সেই সাথে প্রবাদটাও উল্টে গেছে
'কিল দেয়ার মুরোদ নেই
ভাত মারার গোসাই...!'
কর্মের ফল ভবিষ্যত গড়ে!


একটা বাদুড় আমায় বলল
সারাদিন চোখ বন্ধ করে থাকি বলে
সবাই আমাকে
'কানা ছেলের নাম পদ্মলোচন'..
বলে টিটকারি মারে
এটা কি একটু পরিবর্তন করা যায়?


আমি বললাম এটা তো সহজ
'মূর্খ ছেলের নাম গন্ধমাদন'
করে নিলেই তো হয়।


গাধার সামনে মূলা ঝুলালে
আজকাল গাধারা নড়ে চড়ে না
ওরা চায় তালগাছ, তবে প্রকৃত গাধারা
সত্য বলতে গিয়ে বারবার ফেসে যায়;


দেশপ্রেমিক! মৌমাছিরা কানাডায় সেফ হোম,
আর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে খুশী;
আর বুদ্ধিমানেরা পানামা প্যারাডাইস পেপার্স
আর সুইসব্যাংকের ভল্ট মুখি...।