আদিব শব্দের অর্থ নাকি কবি,
কবিরাই তো শব্দকে খুলে খুলে দেখে,
প্রকৃতিকে খুলে খুলে দেখে
আর তাকে সুন্দর থেকে সুন্দর তর করে।
নারীকে খুলে খুলে দেখে
আর তার ঐশ্বর্য বাড়ায়।
পাহাড় কে মহিমান্বিত করে
নদী কে করে গানের উপমা
আর পাখির কলরবে রচনা করে অনন্য উপাখ্যান।
কবিরাই তো পথকে করে জীবন চলার সাথী
চাদকে করে প্রেমের সাক্ষী,
জ্যোত্স্নাকে করে আলিঙ্গন,
আর প্রেয়সীর ঠোঁটে একে দেয় মধু চুম্বন।।

অথচ কিছু অর্বাচীন,
কবিদের নিরীহ প্রাণী মনে করে।
কিছু কবি কান পেতে শুনতে পায় আ কালের সাইরেন,
আর অষ্ট্রেলিয়ার ম্যাগপাই পাখির মত
সেটা বাজিয়ে শোনায়।
কিন্তু ঐ অর্বাচীনেরা অহমিকা
আর ভোগ বিলাসে এতই মত্ত থাকে যে
ওসব শোনার সময় তাদের নেই।
সময়ের প্রতিশোধে ওদের মনের দাবানলে
পুড়ে ছাই হয় মেকি সভ্যতার হীরক খচিত পিলার।
আর ওদের নধরকান্তি দেহ থেকে
ক্রমশঃ বেরিয়ে আসে হিংস্র নখর।
চোখ থেকে বেরোয় হন্তারক ড্রোন,
সভ্যতা ধ্বংসের ট্রিগারে আংগুল
রেখে ধুর্ত হায়েনার মত চেয়ে থাকে
আমাদের দিকে।।


এটাই আজীবন দেখে আসছি আমরা।।