এগুলো কবিতা নয় শব্দ কুহক
শব্দের পর শব্দ চয়নে ছন্দ মিলনে
অদ্ভুত উপমা, বন্দনা, সমালোচনায়
তাল লয়ে রচিত নৈঃশব্দের পদাবলি।


কবিতা লেখার রীতি সম্যক জানা নেই
তবে এর কিছু প্রকার আছে নিশ্চয়ই
যেমন চতুর্দশপদি, ছড়া রীতি,
ছন্দ মিলন, গদ্য কবিতা, কথপোকথন।।


এর প্রকৃতিও ভিন্ন যেমন
প্রেম, প্রকৃতি, নদী, নারী, দ্রোহ।
কবিদের একই সাথে প্রেম এবং দ্রোহ থাকতে হয়
যেমন ফুলের থাকে মধু, মেঘের থাকে বৃষ্টি
আগ্নেয়গীরির থাকে লাভা, আর নদীর থাকে ঢেউ
কবিতায় বিচ্ছেদ, বিরহ থাকে তবে সন্দেহ নয়।।


কবিতা হলো এলোমেলো ভাবনা গুলো
শব্দ কুহকের মায়াজালে আবদ্ধ করে
একটার পর একটা সাজিয়ে আবেগ মিশিয়ে
বোধ্য বা দুর্বোধ্য ভাবে উপস্থাপন করা।


কবিতায় বিষয়ের বৈচিত্র, বক্তব্য
আবেদন, প্রত্যাশা, জিজ্ঞাসা থাকে,
আর থাকে শব্দের ব্যাঞ্জনা বা দ্যোতনা,
যা পাঠককে আটকে রাখে বা আবেশিত করে
আর কবিকে করে সুখী ।।


হুমায়ুন শরীফ