কবিতারা আজকাল
ঘাইমারা শোল মাছের মত তড়পায়, বুকের ভেতর।
তামাকের বিষ আর কটুগন্ধে ভরা
তোমার কালো ঠোটের চুম্বনও
আজকাল নেশা ধরায়,
আর কি সুন্দর ফুরফুরে বাতাসের মত
তোমার চোখের কালো সানগ্লাসের প্রেমে পড়ে যাই...।


আমি জানি এসব ম্যাকিয়াভ্যালিয়ান প্রেম দীর্ঘস্থায়ি হয় না,
তবুও নেশা করার অদম্য ইচ্ছেটা
কেন জানি দমন করে রাখতে পারিনা।
আমি কি তবে কবিতার প্রেমে
নেশার পুতুল হয়ে যাচ্ছি?


হয়তো কোন এক কৃষ্ণভোরে,
তোমার বাড়ির দক্ষিনপাশের পুকুরঘাটে
নেশাগ্রস্থ আমার লাশ পাবে;
তারপর তোমার স্বজনেরা
আমার বুকের এক্সরে করিয়ে বলবে
আমি শালা কোন কবিই ছিলাম না।