কথারা তবু শব্দের জট হয়ে
ইথারে ভেসে থাকে,
মিশে যায় কি বাতাসের সাথে?
নাকি বাতাসের আশ্রয়ে
দিনে দিনে বেড়ে ওঠে?


আহা! মহা মণিষীদের অমোঘ বাণী
আর না শোনা কথাগুলো
যদি শব্দের জটখুলে
বাতাসের ঢেঊ থেকে
পেড়ে আনা যেত?...
হয়তো পৃথিবীতে আরো কিছু
বাতায়ন খুলে যেত, শান্তির।


হয়তো নীল আকাশে উড়ে যেত
আরো কিছু শান্তির কপোত,
হয়তো আরোকিছু বাস্তুচ্যুত নরনারী
খুজে পেত আপনার নীড়।


হয়তো আরো কিছু বুলেট, হোত না ছোড়া,
আরো কিছু ধনুক ছুড়তোনা তীর;
হয়তো আরো কিছু কামানের গোলা
আরো কিছু পারমানবিক বোমা
মুহুর্তেই মানবিক হয়ে যেত
করতোনা লক্ষ্যস্থির… ।


হয়তো আরো কিছু শানিত জিহ্বা
ছড়াতোনা বিষ,
আরো কিছু নির্মম হাত, চালাতোনা নিষ্ঠুর চাবুক
আরো কিছু তর্জনি ছুয়ে যেত প্রেয়সির কোমল চিবুক,
আরো কিছু রক্তের নদী খুজে পেত,
দোয়েলের শীষ...।।