এক টুকরো মাটির মায়ায়
আজও পড়ে আছি শহর ছেড়ে এই
অজ পাড়াগায়;
এখানে বিদ্যুত নেই
রাতের আঁধার গ্রাস করে
ঝিঝি পোকার ডাক,
হেমন্তের পেলব বিকেলে
আলো আঁধারির ফাঁকে,
অথবা ঘোর সন্ধ্যায়,
আম্রপলির গোপণ কোটরে
পরজীবি রাস্নার ঝোপে,
কক্কে.. এ.. এ… কক্কে.. এ.. এ…
বলে ডেকে ওঠে নিঃসঙ্গ তক্ষক….।


এখানে রাত্রির মাদকতা নেই;
ঝলমলে আলোয় মিউজিকের তালে
নাচে না উর্বশি দেহ…;
এখানে রাতের আঁধারে
স্নিগ্ধ চাঁদ হাসে
জ্যোৎস্না বিলায় অকাতরে,
এখানে জোনাকিরা রাতে
বাবুইএর বাসায় আলো জেলে রাখে,
দোয়েল কোয়েল শ্যামা গায় মনের সুখে…,
এখানে বৃষ্টিরা ঘুঙুর পায়ে নাচে,
দুর্বাঘাস এখনো শিশিরে জড়িয়ে থাকে….,


এখানে দিগন্ত বিস্তৃত সবুজের মাঠ,
ঝিরি ঝিরি হাওয়ায় দোলে
সোনালী ধানের শীষ,
নবান্নের উৎসবে ভরে ওঠে প্রাণ।


এখানে আমার পুর্ব পুরুষেরা
মাটির নীচে শুয়ে আছে,
আমার মায়ের অশ্রু, বাবার আশা
মাটির সাথে মিশে আছে, ...
এসবের মায়ায় কখন যে
বাঁধা পড়ে গেছি…
জানিনা, জানতে চায় নি হৃদয়।


তাই তো  এই  মাটির মায়ায়
আজও পড়ে আছি শহর ছেড়ে,
অজ পাড়াগায়….।