মায়াবী স্বপনে কাটে
মাধবি ধবল রাত,
শুরুতে যে ছিল শুয়ো পোকা
রাত পোহাতেই  সে,
অজস্র স্বপ্নীল পাখা নিয়ে
ক্যামেলিয়া অথবা ক্যাকটাস খোঁজে,


মায়ার বাঁধন খুলে, সুখের আশায়
কিছু পাখী পরিযায়ী হয়,
কিছু আর কখনো
আপন নীড়ে ফেরেনা ।


কিছু ভুত, অদ্ভুত সময়ের
ঘাড়ে চেপে থাকে
কখনো পরিযায়ী হয় না… ।


কিছু প্রেম পরিণতি পায়
কিছু নরকে পাতে শয্যা..
কিছু বিচ্ছেদ, বড় প্রেম হয়ে
ইতিহাসে অমরত্ব পায়,
কিছু ব্যর্থতা বোতলে শান্তি খোঁজে
হারিয়ে লাজ লজ্জা ।


অথচ মায়াবী মাটির কিংশুক ইচ্ছেরা,
অপেক্ষায় থাকে, কবে
ঘরের ছেলে ঘরে ফিরে আসে…।