নিদাঘের তপ্ত দাবদাহে
বেহায়া মেঘগুলো
সবুজের গোপণ লাবন্য দেখবে বলে
কখনো একলা, কখনো দলবেধে
রোমিওদের মত,
পাড়ায় পাড়ায় ঘোরে...।।


মোহের বোতাম খুলে
নষ্ট  অরন্য তরুদল
মেঘেদের ডাকে ইশারায়...,
বলে প্রেম দে জল দে ......।


এরপর ওরা আরো কাছাকাছি আসে
হাতে হাত ধরে হাটে পাশাপাশি বসে ,
চলে গোপণ প্রণয়;
এরও পরে মেঘেদের প্রেমরসে ভেজে,
নিদাঘের তাপে ফাটা ধুসর জমিন।  


বেলা বাড়ে দারুন রুদ্র রোষে
লাঙ্গলের ফলার মত এসে
জমিনের অন্তরতল চষে,
প্রণয়পাগল সূর্যকিরণ......।


মেঘেদের প্রেম আর সূর্যের ফলা
তৃপ্ত জমিনের গর্ভে
বেড়ে ওঠে মুক্ত জীবন,
সুপ্ত বীজেদের অন্তপুরে;
জীবন খুঁজে নেয় আলোর ভুবন...।।