কবিতারা কতবার ক্লিক করে বুকের ভিতর,
মগজে ঘুনপোকার বাড়াবাড়ি
ঈচ্ছেরা পায় না ভাবনার অবসর।


আকাশে ঘনায়মান মেঘমন্ডলি
বাতাসের চিন চিনে ব্যাথা শো শো শব্দে
বাড়ি খায় রোদ্রের রেলিং এর উপর।


নিরুপায় অবোধ কবি মনে মনে নিংড়ায়
রুদ্রের কবিতা প্রহর।
আকাশ কুসুম জল নির্ঝর
ঝরে ঝর ঝর।


বুকের পাটাতনে খেলা করে দেব শিশু
টিনের চালের উপর উঁকি দেয়
ভালবাসার জোড়া কইতর।


আর কত পুড়ব কামনার নিদাঘ জলে
অবশেষে বৃষ্টি এসে ভিজিয়ে দেয়
খরাক্রান্ত হৃদয়ের ঘর।।