বাড়ি বাড়ি করিস রে মন
চিনলি নারে আসল বাড়ি,
সাড়ে তিন হাত মাটির ঘরে
খুঁজে নে তোর আপন বাড়ি॥


রূপ যৌবন টাকা কড়ি
করলি কত বাড়া বাড়ি
ক্ষইয়া গেল সোনার জীবন
ক্ষইয়া গেল দেহ ঘড়ি॥


কচু পাতায় পানি যেমন
ঐ দেহে তোর যৌবন তেমন
টাকা পয়সা হাতের ময়লা
করিস নারে কাড়া কাড়ি॥


বাশের খাঁচা চাটাই মাচা
সাড়ে তিন হাত মাটির বাড়ি
উড়াল দিলে পরাণ পাখি
হয়রে আপন তাড়া তাড়ি॥


সময় থাকতে ভাবিস রে মন
কখন জানি আসবে সমন
ও তার রজ্জু ধরি শক্ত করি
ভবদরিয়া দিবি পাড়ি॥


বাড়ি বাড়ি করিস রে মন
চিনলি নারে আসল বাড়ি,
সাড়ে তিন হাত মাটির ঘরে
খুঁজে নে তোর আপন বাড়ি॥


এটি একটি গানের কবিতা।
© হুমায়ুন শরীফ
প্রকাশকাল : ২৯ নভেম্বর, ২০১৭
অটোয়া, কানাডা