তুমি জীবনের দ্বৈরথের চাকা
চালাইওনা বাছাধন।।
চালাইলে হারাইবা দুইকুল
নষ্ট হইবে ইমান আমল
মধ্য গাঙ্গে ডুইবা শেষে
দেখবা চোখে জোনাকি।।


তুমি লোক দেখানো আমল কর
রাত বিরাইতে চুরি কর।।
তুমি সুদের ব্যবসায়ী বড়
ঘুষের টাকায় দালান গড়
খোদার কাছে এসব কর্ম
হইবে সবই মোনাফেকি।।


তুমি কোথা থাইকা কোথায় আইলা
কে পাঠাইল কিসের লাইগা।।
মহাজনের আদেশ ভুইলা
রং এর নেশায় ডুইবা রইলা
কিসের আশায় করলা তুমি
এমন সর্বনাশা চালাকি।।


তোমার মাটির দেহ মাটির কায়া
সোনার খাচা নুরের ছায়া।।
দুই কাঠির আগায় জীবন মরন
নাড়ে চাড়ে মন মহাজন
হঠাৎ কইরা দিলেরে টান
উইড়া যাইব প্রাণপাখি।।


তুমি জীবনে দ্বৈরথের চাকা
চালাইওনা বাছাধন ।।
চালাইলে হারাইবা দুইকুল
নষ্ট হইবে ইমান আমল
মধ্য গাঙ্গে ডুইবা শেষে
দেখবা চোখে জোনাকি।।


গীতিকবিতা © হুমায়ুন শরীফ
প্রকাশকাল ০১ ডিসেম্বর, ২০১৭
অটোয়া, কানাডা।