যদি মানুষ করেই জন্ম দিলে বিধি
কেন লোভের সাগরে ভাসালে মন,
কোথায় গেল ধন ঐশ্বর্য?
সাগর সেচে হাজার খুজেও, ঝিনুক ছাড়া
মনি মুক্তা পেল না খুজে লোভী মন আজ অবধি...।


যদি মানুষ করেই জন্ম দিলে বিধি
কেন ক্রোধের আগুনে পোড়ালে দিল,
কোথায় গেল সুখ শান্তি?
ধিকি ধিকি পোড়া ছাই আর, অঙ্গার ছাড়া
অন্য কিছু পেল না খুজে পোড়া দিল আজ অবধি...।


যদি মানুষ করেই জন্ম দিলে বিধি
কেন কামের বাতাসে উড়ালে হৃদয়
কোথায় গেল প্রেম পিরিতি?
মেঘ বৃষ্টি রংধনুতেও, ঘৃনা ছাড়া
ভালবাসা পেল না খুজে উড়ো হৃদয় আজ অবধি ...।


যদি মানুষ করেই জন্ম দিলে বিধি
কেন মোহের আধারে ডুবালে হিয়া
কোথায় গেল আশার আলো?
হ্যাজাক বাতি জ্বালিয়ে দেখেও, আধার ছাড়া
আশার মোহর পেল না খুজে হিয়া আজ অবধি...।


যদি মানুষ করেই জন্ম দিলে বিধি
কেন মায়ার বাধনে জড়ালে পরাণ পাখি
কোথায় গেল রক্তের টান সম্প্রীতি?
দেশ বিদেশে ঘুরে ঘুরেও, পর ছাড়া
আপন মানুষ খুজে পেল না পরাণ পাখি আজ অবধি...।।