এক


সাগরের ঢেউ ভেঙ্গে পড়ে অবিরত
বালির প্রাসাদ থাকে না যে অক্ষত
সুখ সুখ কর সুখ হয় পরবাসি
সুখের অসুখ গলায় পরায় ফাঁসি।


দুই


সুখের পাখীরা থাকেনা নিয়ন্ত্রণে
ভেঙ্গে পড়ে চাঁদ জ্যোৎস্নার আমন্ত্রণে
ভেঙ্গে পড়ে নদী স্রোতের আস্ফালনে
ভেঙ্গে যায় মন প্রেমহীন ক্ষণে ক্ষণে.....


তিন


আধুনিকতার ঢেউ এসে পড়ে
সংস্কৃতির সাজানো বাগানে
সুস্থ্য ধারা ভেসে যেতে চায়
অপসংস্কৃতির নোংরা প্লাবনে.…


চার


কথারা তবু ইথারে ভেসে থাকে//
মিশে যায় কি বাতাসের সাথে?
নাকি বাতাসের আশ্রয়ে//
দিনে দিনে বেড়ে ওঠে?