এখন আমার কবিতা লেখার সময়,
বার বার চোখ যায় দুরের নীলিমায়
মন বাঁধা পড়ে থাকে সাত সাগরের ওপারে
পাখীর বাসার মত দুটি চোখের
নীল সমুদ্রের সীমানায়;


আর আমি কী বোর্ডে খেলা করি
বসে খোলা জানালায়..!


বাগানে অযতনে বেড়ে ওঠা ফুলেরা
কলি হয় ফোটে, ঝরে যায়....,
আমি ভ্রমরের আনাগোনা দেখি
বসে খোলা জানালায়..!


বাহারি রঙের ফুলে ঘুরে ঘুরে ওরা নির্যাস নেয়
অনুমতি! সেতো প্রয়োজনীয় নয়?
এখানে সম্ভবত ওরা
মানুষের চেয়ে শ্রেষ্ঠ, হায়!


পাখীদের জন্য বিশ্ব উন্মুক্ত,
ওদের পাসপোর্ট ভিসা লাগে না...
অথচ অনুমতি ছাড়া
প্রেয়সির গালের তিল স্পর্শ করাও অন্যায়;


ভাগ্যিস কবিতা লিখতে অনুমতি লাগে না!
নাকি সেটাও প্রয়োজন হয়?…