আমি সুরের খেয়ায়
অসীমের পথযাত্রি,
কবিতায় বাধি ছন্দ;
হাসে জ্যোৎস্না ভেজা রাত্রি..।


আমি মরুর দেশের
আধার রাতের ধ্রুবতারা
সুরায় বাধি নেশা,
ওড়ে আকাশের অভিযাত্রি ..।


আমি কানপেতে শুনি
দাদরা তালের ছন্দ,
তা থৈ তা থৈ মন নাচে
লহু ছলকায় হৃদপিন্ড...।


আমি জীবনের তারে বীণা বাধি
আঁখি বাঁধা থাকে তার পরাণে,
উদাসি বাতাসে মেঘ সরে যায়
দিন হাসে রবি কিরণে...।


আমি সব ভুলে যাই
তবু মনে রাখি জন্মভূমির গন্ধ,
রুপ রস শুধা মাটি নদী জল
ফুল ফল পাখি ছন্দ…।