প্রেম আসে হৃদয়ের গোপণ পথে
নার্গিস অথবা মধুবালা হয়ে
স্বপ্ন গুলো ঝরে পড়ে
জলপ্রপাতের জলের ধারা হয়ে
বৃষ্টি ঝরা মেঘের পরে
রংধনু হয়ে বাতাসে হারায়…।


প্রেম আসে গ্রামের মেঠোপথ ধরে
কবরী অথবা ববিতা হয়ে
ইচ্ছেগুলো পাহাড়ি নদীর মত
একে বেকে এসে সমতল বেয়ে
সাগর পানে ধায়়......।


প্রেম আসে শ্যামের বাঁশির সুরে
সুচিত্রা অথবা শাবানা হয়ে
আহ্বলাদ গুলো বৃষ্টির ফোটার মত
জমাট বেধে চুইয়ে পড়ে
রুপালি জ্যোৎস্নায়়............।


প্রেম আসে জীবনানন্দের কবিতার ছন্দে়্
পাখীর বাসার মত দুটি চোখ নিয়ে
নাটরের বনলতা সেন হয়ে
লুকোয় আমার মনের গভীরে
খেলা করে দুটি চোখের তারায়়…।


হুমায়ুন শরীফ