তোমার খোঁপায় ফুল গুজে দেবো বলে
বানিয়েছিলাম ফুলের বাগান,
তুমি ফুলের মালা ভালোবাস বলে
ভেবে রেখেছিলাম দেব ফুলের একটা দোকান,
কাজ শেষে তোমাকে মালা পরিয়ে
রিক্সায় ঘুরব অলি গোলি,
পাশা পাশি হাতে হাত ধরে
হেটে পার হব চন্দ্রিমা উদ্যান।


তুমি চাইলে ইংলিশ চ্যানেল সাতরে
পার হয়ে যেতে রাজী ছিলাম,
তুমি চাইলে অকুন্ঠিত হৃদয়ে হিমালয়ের চুড়ায়
প্রেমের পতাকা উড়িয়ে দিতাম,
তুমি চাইলে এ্যান্টার্কটিকার শেষ বিন্দুতে
মোনালিসার পোরট্রেট রেখে আসতাম, আর
তাজমহল মুড়িয়ে দিতাম হীরায়।


তোমাকে পাওয়ার জন্য দ্রৌপদির স্বয়ম্বর সভায়
অর্জুনের মত করে মাছের চোখে অব্যর্থ তীর ছুড়তাম,
তুমি চাইলে উত্তর মেরুর আদিবাসিদের কাছ থেকে
পশুর চামড়ায় বানানো সুন্দর পোশাক, আর
পাখীর পালকের তৈরী মুকুট নিয়ে আসতাম।
তুমি চাইলে স্পেনের খ্যাপা ষাড়ের সামনে
লাল পতাকা নিয়ে দাড়িয়ে যেতাম,
তুমি চাইলে এক ঘুষিতে বিশ্ব চ্যাম্পিয়ন মুষ্ঠিযোদ্ধাকে
তোমার পদতলে লুটিয়ে দিতাম।


কিন্তু তুমি চলে গেলে ও পাড়ার
ঐ কালো বিড়ালের সাথে,
যে তোমাকে সুখ তো দুরের কথা,
একমুঠো রোদ্দুর ও এনে দিতে পারে নি !!!


সেই থেকে জীবনের প্রতি আমার
ঘেন্না ধরে গেছে,
আর কাউকে ভালোবাসিনি
বাসবো না কোনদিন.…।।


হুমায়ুন শরীফ