কবিতারা দলবেঁধে স্মৃতির মেলায় ভাসে
তোমায় ভালোবেসে।
কবিতারা কি প্যারাট্রুপারদের মত
শুন্যে ঝাপ দেয়?
নাকি হিসেবি সময়ের মত
আকাশ থেকে সিড়ি বেয়ে ধীর পায়ে নামে?


হায় ভালোবাসা! তোমাকে কত দেখলাম
সময়ের ক্ষত গায়ে মেখে তোমায় নীল হতে দেখে
কত রাত নির্ঘুম কাটিয়েছি
বেহিসেবি সময় তার রাখেনি খবর।


আমার শুন্য দৃষ্টির মোহনায়
চাঁদের আলোয় নিশিতে পাওয়া মানবের মত
তোমাকে খুঁজেছি কত?
তুমি সাগর জলে আর সৈকতের বালির পাহাড়ের আড়ালে
আমার সাথে লুকোচুরি খেলেছো সারারাত
ধরা দাও নি একবারও.................


অবশেষে ক্লান্ত রিক্ত আমি
আশ্রয় নিয়েছি ঘুমের অতলে
শ্রাবণ মেঘের আড়ালে
স্বপ্নের কোলে….....................


হুমায়ুন শরীফ