ছাগল লাফায় খুটির জোরে দলকানা ফাল পাড়ে
ঘাস ফড়িং এর লাফ দেখে তাই বিড়ালে লেজ নাড়ে,
হরিণ লাফায় বাঘের ভয়ে হায়না হাসে জোরে
মাতাল লাফায় নেশার ঘোরে চামচারা ব্যাগ ভরে।


ঘর কুনো ব্যাঙ আস্তে লাফায় থাকে অন্ধকারে
নাপিত লাফায় ক্যাডার হবে মন্ত্রী হবে পরে,
নতুন পানি পেয়ে লাফায় মস্ত কোলা ব্যাঙ
গাল ফুলিয়ে করে শুধু ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ।


হনুমানজি ভেংচি কাটে মারে লম্বা লাফ
ক্ষেতের ফসল গাছের ফল এক লহমায় সাফ,
বাঁদর লাফায় ডিগবাজী খায় দেখায় তেলেসমাতি
মন্ত্রী নেতা ব্যাঙের ছাতা হঠাৎ কোটিপতি।


অল্প পানির মৎস্য লাফায় বানের জল পেলে
দালাল লাফায় কমিশনের চেকটি হাতে এলে
বিরোধী দল দৌড়ের উপর পুলিশ কখন ধরে
মাখন রুটির ভাগ পায় না মামলা খেয়ে মরে।


লুটের বাজার আমলা হ্যাকার সবাই যে লাফ মারে
ছ্যাঁচড় ক্যাডার চোর চাঁদাবাজ বুক ফুলিয়ে ঘোরে,
ঐ দেখা যায় বাংলা মুলুক ঐ আমাদের দেশ
গর্ব আর বিড়ম্বনায় আমরা আছি বেশ।।


হুমায়ুন শরীফ