তার কাজল কালো চোখে
প্রেমের তুফান ডাকে
চোখের তারায় স্রোতের ধারায়
মুক্তা হাসে, সিঁদুর মেঘের ফাঁকে।


তার আবির ছড়ানো আঁখি
দেয় নষ্ট প্রেমের ইশারা,
ঠোটের কোনে লুকিয়ে কাঁদে
হাজার রাতের পিপাসা।


আমি রাতের প্রহরে কান পেতে শুনি
বিবাগি সুরের ক্রন্দন
সে কি নাগিনী নাকি মায়াবিনী
চকিত চপলা হরিণী,
নাকি দেবী দুর্গেশনন্দিনী
ভেবে থেমে যায় হৃদ স্পন্দন।


ঝংকার তোলে তারের বীণায়
নুপুর পায়ে নেচে নেচে যায়
নিমেষে হারায় আমারে কাঁদায়
আশাহত হই তবু আশা হারাইনে।


তুমুল ঝড়ের রাতে, বাহির বাড়ির ঘাটে
কি এক কুহকে বাঁধা পড়ে যাই
বার বার খুঁজে পাইনে
তারে পাইনে...তারে পাইনে....তারে পাইনে.....


হুমায়ুন শরীফ