এসেছিলাম ভালোবাসার টানে
রেখেছিলাম তোমার হাতে হাত
হেটেছিলাম বাঁশ বাগানের ফাঁকে
হেসেছিলো পুর্ণীমারই রাত।


মায়া ছিলো গ্রামের মেঠো পথে
দোল দিয়ে যায় বসন্ত বাতাসে
ঝি ঝি পোকার একটানা সুর গানে
ঢেউ খেলে যায় আমার সবুজ মনে।


তোমার মনের জানালাগুলো খুলে
আমার আকাশ ঝড় বৃষ্টি ভুলে
মদির নেশায় মেঘের ভেলায়
আলিঙ্গনে রাঙিয়ে দিলো রাত।


মেহেদি রাঙা তোমার হাতের ছোঁয়া
বেঁধেছিলো ভালবাসার খেয়া
বৈঠা হাতে সুজন মাঝির মত
মনের বদল মন চেয়েছি,
চাইনি তোমার সোনার অঙ্গে
সোনা ছিলো যত.................।


চাঁদ জ্যোৎস্না সাক্ষী রেখে
আমায় ভালোবেসে
আমার বাসর রাঙিয়ে দিলো
তোমার মতামত..…............. ।


হুমায়ুন শরীফ