আমি ভেবে পাইনে
লোকে আমাকে কেনো পাগল বলে
আমি তো কারো সাকো নাড়াইনে
নিজের খেয়ে বনের মোষ তাড়াইনে


আমি ভেবে পাইনে
লোকে কেনো আমাকে কবি বলে
আমি তো কি কবো খুঁজে পাইনে
নদী ফুল পাখী নারী এসব ঘাটাইনে


আমি ভেবে পাইনে
লোকে কেনো আমাকে প্রেমিক বলে
আমি তো কারো মনে দোলা দেই নে
কারো নীল দুচোখের গভীরে হারাইনে


আমি ভেবে পাইনে
লোকে কেনো আমাকে গাধা বলে
আমি তো লোকের বোঝা বইনে
মুলার পিছে দৌড়াইনে


আমি ভেবে পাইনে
লোকে আমাকে কেনো পলিটিশিয়ান বলে
আমি তো কাউকে বাঁশ দেইনে
উন্নয়নের কথা বলে আখের গোছাইনে


আমি তো ভেবে পাইনে পাইনে পাইনে.…


হুমায়ুন শরীফ