তুমি কবিতা ভালোবাস তাই
আমি কবিতার ছায়া হয়ে ঘুরি
তোমার মনের আকাশে,
কবিতা পড়ার নুতন প্রহর খুঁজি
দোয়েলের শীষে ভোরের বাতাসে।


কোকিলের কুহু ডাকে কি কবিতা লুকিয়ে থাকে?
অলস সকালে কিম্বা কর্মব্যস্ত দুপুরে
ক্লান্ত ঘুঘুর ডাকে, কি সুখে কবিতারা লুকিয়ে থাকে?
পথের ধারে অজানা কত ঘাস ফুলে
কবিতার সৌন্দর্যেরা খেলা করে।


অথবা শাপলা ফোটা দীঘির জলে,
ভেজা শাড়িতে যুবতীর শরীরের ভাঁজে?
তোমার মাসকারা মাখা নীল চোখের গহীনে
কত কবিতার ছন্দ লুকিয়ে আছে কে জানে?
অথবা তোমার টোল পড়া গালে পিপাসার্ত ঠোটে?


তোমাকে ঘিরে আমার হাজার রাতের বাসনা
আমি কবিতার মাঝে খুঁজে পাই.…
আমি শেষ পর্যন্ত তোমাকে ছেড়ে
কবিতার প্রেমেই পাগল হবো
আমায় ক্ষমা করে দিও প্রিয়.… ।