ভালোবাসার টানে মনের দুয়ার খুলে
বেরিয়ে ছিলাম দেখব বলে বিশ্ব চরাচর,
সুজন মাঝি হয়ে, গুন টেনেছি রাত্রি দিনে
পার হয়েছি অকুল পাথার।


তোমার মনের আকাশ ভেঙ্গে,
বিদ্যুতের ঝলকানিতে ঝড় বাদলের রাতে
বৃষ্টি ধারায় ভাসিয়ে নিলে খাল পেরিয়ে
মাঝ নদীতে প্রেমের পরশ দিতে।


মনপুরার ওই চরে, বেধেছিলাম
শুন্যের উপর মায়ার বাসর ঘর,
ভালোবাসার ছনে, অটুট বন্ধনে
ছেয়েছিলাম ছাদখানি তাহার,


উদাস হাওয়ায় দুলে দুলে
করেছিলাম খুনসুটি যে কত
মিটিয়ে ছিলাম তোমার মনের
চাতকিনী তৃষ্ণা ছিলো যত।


আকাশ আমার একলা আকাশ
প্রেমের সুধায় ভাসলো চারিধার
অমাবস্যার রাতে, তন্দ্রা এসে করলো চুরি
তোমার আমার প্রেমের বসত ঘর… ।