রাতের তারারা ক্ষনিকের অভিমানে
অন্ধকারে মুখ লুকোয়,
স্মৃতির বালুকাবেলায়
নক্ষত্র ভাঙ্গা চাঁদের উস্কানিতে
দিনের আলোয় সূর্যের গ্রহন লাগে।


চোখে সানগ্লাস, লালশার্ট পরে
সাইলেন্সারবিহীন মোটর বাইকে
বিরক্তিকর শব্দে চারিদিক আন্দোলিত
তোমার নায়কোচিত মহড়ায়,
তরমুজের ক্ষেতে
সাবালিকা তরমুজের খোল ফেটে
লালশাস উঁকি দেয়।


নীচু দিয়ে উড়ে এসে এয়ার কানাডা ফ্লাইট
এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ারের নির্দেশনায়
ল্যান্ডিংয়ের প্রস্তুতি নেয়।
পাইলটের ঘোষণায়
যাত্রীরা সিটবেল্ট বেধে ফেলে
মনের ভেতর উত্তেজনার পারদ ওঠা নামা করে।


প্রকাশ্য রাজপথে খ্যাপা ষাড়ের তাড়া খেয়ে
পলায়নপর পুলিশ অফিসার
কবিতার কাছে বেচারা হয়ে যায়!
মন্ত্রি বা পার্লামেন্টের দু একজন মেম্বার
খ্যাপা মানুষের তাড়া যে খায় নি তা নয়!


কবিতা তোমার কাছে আমার
জবাবদিহিতার প্রশ্ন অবান্তর
তোমার কোন বকেয়া ছুটি পাওনা নেই
পদত্যাগও নেই তোমার ভাগ্য রেখায়… ।