জ্যোৎস্না খেয়েছে চিলে, তাই বলে
তুমি আসবেনা তা কি হয়?
কতদিন কত ছলে
ডাহুক হয়ে ঘুরেছি খালে বিলে,


তুমি আসবে বলে নেশাগ্রস্থ শৃগাল হয়ে,
পুর্ণীমা রাতে নির্নিমেষ চেয়ে থেকেছি চাঁদের পানে।
প্রহর কেটেগেলে চাঁদ গেছে চলে
মেঘের ভেলায় ভেসে ভেসে, তবু তুমি আসো নি।


কলঙ্ক নিয়ে আমি বসে আছি
যুগের বলি হয়ে, চাঁদের মত একাকী
তোমার আশায় থেকে কপোতাক্ষ আজ
হয়ে গেছে জীর্ণ শীর্ণ মৃনালিনী,
তবু তোমার আসার সময় হয়ে ওঠে নি.....,


তুমি আর আসবেনা জানি, তবু কেন বসে থাকি?
মৌন স্বপ্নেরা আজও আসে তোমার ছায়া হয়ে,
সঙ্গ দেয় সারা রাত, তবু কেন
ভূলতে পারি না তোমার মুখখানি,
কেন ভূলতে পারিনা তোমাকে না পাওয়ার গ্লানি...?