নক্ষত্রের ক্ষয়িষ্ণু রাত, পাথর হৃদয়
দুর পাহাড়ে আছড়ে পড়ে,
প্রতিধ্বনি শুনি তার বারে বারে
কি যেনো বলতে চায় বোবা কান্নার সুরে
আমি নীশিথের গভীরে কান পেতে শুনি
পাহাড়ের কান্নাগুলো ঝরণা হয়ে বয়ে চলে গিরিপথে....


সাগরের গভীর থেকে
হাজার বছরের চাপা ক্ষোভ
বিস্ফোরিত হয় সুনামির ধ্বংসলীলায়...
উপকুলের ক্যাসিনো রিসোর্ট
আর পাপের আখড়াগুলো ভেসে যায় খড়কুটোর মত
সেই সাথে ভেসে যায় কত মিলনের শেষ চিহ্ন...


এমনই এক মহা সুনামিতে শেষ হবে সব খেলা
ইস্রাফিলের সিঙ্গা হবে রেফারীর শেষ বাঁশি....
আটলান্টিকের হিমশীতল জলে
আমার হাত ধরে থাকা তোমার মুষ্ঠিবদ্ধ হাত
নিঃশব্দে বিচ্ছিন্ন হবে.....


শেষ বিচারের পর ক্ষণিক বিরতি দিয়ে
এরপর বিধাতা হয়ত আরো পৃথিবী তৈরী করবেন,
তবে সেখানে শয়তানের চেলা
এই মানুষ আর পাঠাবেন না আশা করি…।।