বিরাণ সমুদ্রে ভাসমান বায়বীয় জলরাশি
উত্তপ্ত উর্ধ্বাকাশে ছোটে
স্বপ্ন ফেরারি এই মন শুধু
নিত্য নতুন স্বপ্নের বীজ বোনে......


তুলার বীজের মত স্বপ্নগুলো বাতাসে ভাসে
দিনের দৈর্ঘ্য বাড়ে, বাতাসে কার্বন ডাই অক্সাইড বাড়ে,
দিনে দিনে বঞ্চনা বাড়ে, শহরে ভাসমান মানুষ বাড়ে,
ক্ষুধা বাড়ে, কাম বাড়ে, ধর্ষণ বাড়ে, ঘাম বাড়ে,...।


প্রেয়সির অভিমান বাড়ে, দুঃখ যন্ত্রণা বাড়ে,
সুখের অসুখ বাড়ে, শীতের আগমনে রাজণীতির আঙ্গীনায়
অতিথি পাখীর আগমন বাড়ে,
দুই মেরুর বরফ গলে সমুদ্রের উচ্চতা বাড়ে...।।


উন্নয়নের জোয়ার বাড়ে, বাজারে জিনিসের দাম বাড়ে,
গিন্নির মেজাজ বাড়ে, ধনী গরিবের ব্যবধান বাড়ে, ঘুষ বাড়ে, দুর্ণীতি বাড়ে, শেয়ারবাজার ব্যাংক লুটেরাদের লোভ বাড়ে, ক্রসফায়ার গুম খুন বাড়ে,
রাজণীতির চামচাদের গলার স্বর বাড়ে


আমাদের স্বপ্নগুলো হোচট খেয়ে
ডানা ভাঙ্গা পাখীর মত মাটিতে লুটায়
তবুও আমরা সমস্বরে বলি
বেশ বেশ বেশ, ধন্য রাজা পুন্য দেশ…।।