এক গোল্লা পারদকে
হাতের মুঠোয় ধরে রাখা যায় না,
এটা জেনেও তোমায় আমি
হাতের মুঠোয় ধরতে গিয়েছিলাম।


তুমি আমার হাত গলে মাটিতে লুটোলে
কয়েক ডজন পারদ গোল্লা হয়ে,
ছোট ছোট গোল্লার ভেতরে আমি
আমার অবয়ব দেখে চমকে গেলাম।


আমি তোমায় সোনার আংটিতে
মোড়াতে চাইলাম
তুমি মনের খেয়ালে সোনার আংটি ভেঙ্গে
টুকরো টুকরো করে দিলে।


আমি তোমায় মনের অশান্ত সমুদ্রে
ভাসাতে চাইলাম
তুমি সেই যে টুপ করে ডুব দিলে
বহু কষ্টে সেখান থেকে আমি তোমায় তুলে এনেছি।


এবার আমি খুব সতর্ক তোমায় নিয়ে
মনের আরশিতে এবার আমি
তোমায় লেপ্টে রেখেছি
দেখি এবার তুমি পালাও কি করে?


এখন মন খারাপ হলে আমি
মনের আরশিতে তাকাই
সেখানে তোমার ভেতরে আমি আমাকে দেখতে পাই
আর আমার মন ভালো হয়ে যায়.…।