এক


জীবনের খাতা
কিছু পাতা সাদা মাটা
কিছু রঙের আখরে লেখা
কিছু ধুসর বিবর্ণ
কিছু অদৃষ্টের খেয়ালে
আকিবুকি কাটা..…


দুই


কে আর আমারে রাখিবে মনে
বাঁধিবে দুহাত বাড়িয়ে প্রেমের আলিঙ্গনে
আমার অনাদরে সখী, কাঙ্গাল অন্তর তার
বিষায়েছে দিনে দিনে
সরে গেছে তাই নীরব অভিমানে…


তিন


না খুলুক সে খিড়কি
অথবা মনের বদ্ধ দুয়ার
প্রেম আসবেই, অতঃপর
তুফানে শুইয়ে দেবে তার
অতনু অহংকার.…


চার


মরার কোকিল যদি জানতো
কত প্রেয়সির মন
উদ্বেল হয় কুহু ডাকে
কত পলাশের পাপড়ি
ঝরে রুদ্র বৈশাখে
রং ধনু রং মেখে
বৈশাখি ঝড় শেষে
বৃষ্টিরা তবে হেসে উঠতো...