চর্যাপদের ইঙ্গিতময় শ্লোকের
নদী বেয়ে বেয়ে
এসেছিনু এই গাঙ্গেয় বদ্বীপে,
সেই হাজার বছর আগে।


তারপর তোমাদের পুর্ব পুরুষদের
মুখে মুখে ছড়িয়ে পড়েছি
কথায় গানে সঙ্গীতে
নৃত্যে তালে লয়ে..…।


৫২ তে লাঠি গুলি টিয়ারগ্যাস
রক্তে রাঙা রাজপথ
ভাষার গর্ভে অঙ্কূরিত  
স্বাধীনতার বজ্র শপথ...।


তোমাদের অমিতবিক্রম
সাহস আর একতার কাছে
হিংস্র শকুন পিছু হটে
সে কাহিনি আজও মনে আছে।


৭১ এ ভয়াল দানবের থাবা
রক্ত গঙ্গা দেশ যেন এক কসাইখানা,
রাস্তায় জলপাই রঙের ট্যাংক
রক্তপায়ী খান সেনাদের আনাগোনা।


সেবারও আমায় রক্ষা করতে হে বঙ্গসন্তান
লক্ষ প্রাণ দিয়েছ বলিদান,
সেকথা এত সহজে
ভূলি কি করে গো সোনা!


আজ বাংলিশ আর ইংলিশের
ভ্রুকুটি আর আগ্রাসন, শৃঙ্খলিত মনন।
আমি জানি এবারও ছিন্ন হবে না
তোমাদের সাথে আমার আত্মার বন্ধন।


তোমাদের কাছে আমি চির ঋণী;
তেরশত নদীর কুলে
তোমার কন্ঠে পাই যেন
চির ঠাই হে বঙ্গ জননী.… ।