আমার চাঁদের গায়ে চাঁদ লেগেছে
সোহাগি লাউ এর পাশে ঘুরি হয়ে বৈরাগি
আমার সঙ্গে আছে ডুগডুগি ডুগডুগি  
আমায় ঘরছাড়া করেছে সাধের পীরিতি।।


আমি রাত বিরাতে বেড়ার ফাঁকে
সোহাগি লাউ এর চালে মারি উঁকি ঝুকি
আমার সঙ্গে আছে ধুকধুকি ধুকধুকি
আমায় ঘরছাড়া করেছে সাধের পীরিতি।।


আমি বাউল হয়ে ঘুরি পথে পথে
সোহাগি লাউ এর খেয়াল থাকে আমার সাথে
চাঁদের আলো বাধ ভেঙ্গেছে মন হয়েছে উদাসি উদাসি
আমায় ঘরছাড়া করেছে সাধের পীরিতি।।


বাউলের একতারাতে রাতের তারা হাসে
আষাড় মাসে লাউ এর মাচায় সোহাগি লাউ আসে
আমি বাউলা গানে সুর বেধেছি হয়েছি তার আশেকি আশেকি
আমায় ঘরছাড়া করেছে সাধের পীরিতি।।


চাঁদের গায়ে চাঁদ লেগেছে
সোহাগি লাউ এর চোখে ঘোর লেগেছে
লাউ হয়েছে বিবাগি বিবাগি
আমায় ঘরছাড়া করেছে সাধের পীরিতি…।।