এক
সময়ের ভারে কি জানি কখন
সব গিয়েছি ভুলে…
দেখেও বুঝিনা মনেও পড়েনা
তুমি কি আমার ছিলে?.…


দুই
সাগর দীঘির স্ফটিক জল
স্বচ্ছ আর টলমল
ভোরের শিশির খেলা করে
দুর্বা ঘাসের সাথে
তোমার প্রেমের মোহনায়
আমার নদী মন হারায়
কাশের বনে ঢেউ এর নাচন ওঠে
দীঘির জলে শাপলা ফুল ফোটে...


তিন
হেমন্তে ঝরাপাতার গানে
বাজে বিদায়ের করুণ রাগিণী
শীতে বৃক্ষকুল জীর্ণ শীর্ণ
কষ্টসহিষ্ণু গর্ভধারিণী
বসন্তে সৃষ্টি সুখের উল্লাসে
নব কিশলয়ে সাজে বিপুলা ধরণী
তার কতটুকু খোঁজ রাখি কতটুকু জানি…


চার
কোন রুপসী যায় যে হেটে পথের কিনারায়
ও তার চলার ছন্দে পায়ের নুপুর রিনি ঝিনি বাজে
চোখের তারায় মেঘের ভেলায় স্বপ্ন উছলায়
চোখ ইশারায় ডাক দিয়ে যায় ব্যস্ত ব্যাকুল সাঝে
উথাল পাথাল ঝড় বয়ে যায় আমার মনের মাঝে।