ঢেউ ভাঙ্গা সমুদ্র তটে একা ঘুরি
ভোরের তীব্র বাতাসে
গাঙ চিলের আর্তস্বরে তোমাকে খুঁজি
তোমাকে খুঁজি সাঁঝের সুর্যাস্তে
সাগর জলে সুর্যের রক্তিম প্রতিবিম্বে
ধীরে ধীরে তোমার তলিয়ে যাওয়া দেখি।


তোমাকে খুঁজি দুর্ভিক্ষে
সরকারি লঙ্গরখানায় ভিখারির সারিতে
সিডর কিম্বা রোয়ানুর আঘাতে
লন্ড ভন্ড উপকুলে
তোমার পান্ডুর মুখে
চরম হতাশার মাঝে
আশার ঝিলিক খুঁজি।


স্বজন হারানোর বেদণায়
ভেঙ্গে যাওয়া হৃদয়ের আহাজারিতে
জীবনের অর্থ আর পরিণাম খুঁজি।

হে বিধাতা যারে সুখ দিলা শান্তি দিলা রে
বাতাসের নিঠুর আঘাতে
তার সব সুখ কেনো কেড়ে নিলা রে?