তোমারে দেখার সাধ আমার মিটিলোনা রে দয়াল
তুমি রইলা আসমানের ওপারে
আমি আর কি পাব দেখা তোমার, দয়াল
এই ভব সিন্ধু পার হলে?
তোমারে দেখার সাধ আমার মিটিলোনা রে দয়াল
তুমি রইলা আসমানের ওপারে।


তোমারে দেখার আশায় আমি
দিনমান বসে রইলাম খেয়া পারে
পারের কড়ি নাই যে কাছে
কেমনে যাব ওপারে?
তোমারে দেখার সাধ আমার মিটিলোনা রে দয়াল
তুমি রইলা আসমানের ওপারে।


তোমার এই ভব নদীর ভেদ না বুঝে
উল্টা সাতার দিলাম ভুলে
ভুলের মাঝেই দিন যে গেল
কুলের দেখা পাইলাম না রে,
তোমারে দেখার সাধ আমার মিটিলোনা রে দয়াল
তুমি রইলা আসমানের ওপারে।


আমার এই সাধের জীবন যৌবন
সবই একদিন হবে মাটি
তবু ধোকায় অন্ধ হয়ে
ভুল পথে যে কেনো হাটি?
নাটাই হাতে সঠিক পথে
কেনো টান দিলা না দয়াল এই অধমেরে।
তোমারে দেখার সাধ আমার মিটিলোনা রে দয়াল
তুমি রইলা আসমানের ওপারে।


কোথায় রইল কাছের মানুষ
ভাই বেরাদার আত্মীয় স্বজন
সাড়ে তিনহাত মাটির ঘরে
আজ আমার শুরু হবে নতুন জীবন
তুমি পার না করিলে দয়াল
কেমনে যাব ভব সিন্ধুর ওপারে?
তোমারে দেখার সাধ আমার মিটিলোনা রে দয়াল
তুমি রইলা আসমানের ওপারে।