আমার অতলান্তিক মনের সীমানা
পেরিয়ে যায় তোমার অন্তর্ভেদি আগুনের দৃষ্টি।
কি এক কুহকের আবেশে নির্জীব পড়ে থাকি,
কোন শব্দ না করে...
তুমি লুটে নিয়ে যাও আমার অতনু ঐশ্বর্য,
ধন রত্ন মনি মুক্তা,
আমি নীরবে চেয়ে চেয়ে দেখি।


তুমি একালের জমিদার,
আর আমি দরিদ্র কৃষকের ভাগ্য নিয়ে জন্মেছি।
যেন তোমার কাছে ছিল
আমার জন্ম জন্মান্তরের ঋণ,
যা তিলে তিলে শোধ করছি।


কিন্তু আমি বিলক্ষণ জানি
তোমার এই দাপট স্থায়ী হবে না
কারণ বিধাতা যুগে যুগে
অত্যাচারী শাসকদের শিক্ষা দিয়েছেন।


অবশ্য শাসকরা নিজেদের স্বপক্ষে
অনেক অজুহাত তৈরী করে,
কিন্তু মিথ্যা স্থায়ী হয় না।
দুঃখের বিষয় ইতিহাস থেকে
কেউ শিক্ষা নেয় না---
তাই ইতিহাস বার বার ফিরে ফিরে আসে…।