দিনমান নিভৃতচারি স্বপ্নের ভীড়ে
আমার কল্পলোকের চাবি
কি করে নিয়ে গেলে?
ওহে চাবি চোর, এখন চোখ মেললেই
দিনের আলো দেখিনা আর....।


তোমার গোলাপ রাঙানো ঠোটে
ভ্রমরের দংশন কি করে এঁকে দেব বধু?
কি করে তর্জনি ছুঁয়ে যাবে চিবুকের তিল?
মেখে দেব গালের গোপণ টোলে ফুলের আঘাত?


চোখের অথৈ সাগরে কি করে
কাটাব ময়ুরপঙ্খী মায়াবী রাত?
নরম বুকের গভীরে ঢেলে দেব
কামাতুর উষ্ণ নিঃশ্বাস..?


তোমার গোপণ সংগীতে
আমাকে রেখ সাথে,
তোমার স্বপ্নগুলো ছেড়ে দিও
আমার নিভৃতচারি স্বপ্নের ভীড়ে..…।