কিশোর বেলায় সাগরের বালুকা বেলায়
রেখেছিলেম তোমার হাতে হাত,
তুমি লাজুক চোখে মিষ্টি হেসে
চেয়েছিলে আঁখির পানে,
মেঘের আড়ালে লুকিয়েছিলো চাঁদ।


শিশির ভেজা তোমার হাসি
বাজিয়েছিলো প্রেমের বাঁশী
ব্যাকুল প্রাণের মেঘের মেলায়
ভেসে ছিলেম সুখের খেয়ায়
রংধনু রঙে রেঙেছিলো, প্রেমের জলপ্রপাত… ।


কিশোর বেলায় সাগরের বালুকা বেলায়
রেখেছিলেম তোমার হাতে হাত।