অনাদিকাল থেকে
তোমার মনের উপত্যকায়
আমার বিচরন সে যেনো
আরব্য রজণীর উপকথা।


তোমার হৃদয়ের অলিন্দে
ঢেউ জাগানো আমার উপস্থিতি
স্নায়ু তন্ত্রের প্রতিটি তন্ত্রিতে
বীণা হয়ে বাজে।


অর্কেষ্ট্রার ঝংকারে
তোমার সুমধুর কন্ঠে
আমার অবস্থান
সংগীত হয়ে ঝরে।


মনে হয় তোমাকে চিনি
লক্ষ কোটি বছর ধরে
তুমি আমার সেই
আরব্য রজণীর বন্দি রাজকন্যা.…।