তুমি শীতের সকালে কুয়াশার ভোরে
আড়ালে থাকা সুর্য কিরণ
মেঘে ঢাকা মুখ, ঘোমটা পরা আদর,
তুমি স্বপ্ন বিলাসী অতনু প্রহর, পশমি উলের চাদর।

তুমি কিশোরি মনের ব্যাকুল বাসনা
প্রথম প্রেমের বন্ধুর পথে সোনাঝরা রোদ্দুর,
তুমি নব কিশলয়ে কচি পাতা
ভোরের বাতাসে দোয়েলের শীষ, কোকিল কন্ঠি সুর।  


তুমি বুনো মেঠো পথে কুড়িয়ে পাওয়া
নাম না জানা ফুল,
তুমি চলার পথে রোজ রোজ দেখা
জোয়ারে ভাসা ভরা নদীর কূল।  


আমি চাতক হয়ে চেয়ে ছিলেম আকাশের পানে
কখন তুমি বৃষ্টি হয়ে পড়বে আমার মুখে,
তুমি মরিচিকা হয়ে রয়ে গেলে দুরে
দু হাত বাড়িয়ে নিলেনা টেনে ও বুকে।  


প্রেম তাই আর পাওয়া হলো না, জীবনের গান গাওয়া হল না
সমান্তরাল এদুটি জীবন রয়ে গেল বহু দুর,
প্রথম প্রেমের সাম্পান তাই একলা জাগা নির্ঘুম রাত,
ভেঙ্গে পড়া চাঁদ, উথাল পাথাল ঢেউয়ে টলমল অথৈ সমুদ্দুর।