ওরা পাথর দিয়ে বেঁধেছে সমুদ্র তট
যেনো কালের সীমান্তরেখা,
অস্তগামী সুর্যের শেষ বহ্নিশিখা
হারায় আড়ালে তার,
ছেড়ে দিনের শেষ দীর্ঘশ্বাস।
তবুওতো তার আড়ালে
লুকিয়ে থাকে প্রত্যয় এক
ছড়াবার আলো পরদিন প্রত্যুষে।


গতবার তুমি যখন দুরে গেলে
এমনই এক প্রত্যয়
কি ভর করেছিলো তোমার মনে?
প্রতিবার বিদায়ের ক্ষনে
তবু কেনো চিক চিক করে
অশ্রু বিন্দু তোমার চোখের কোণে?


তোমার মনের প্রত্যয়ের কালো পাথরে
অশ্রুবিন্দু গুলোকে ঢেকে রেখো প্রিয়,
যদি কখনো তোমাকে ছেড়ে
যেতে হয় দুরে বহুদুরে.…।