আমার আধার তোমার সুখের খেয়ায়
করিতে চাহে বিচরণ,
তোমার সুখেরা ফিরেও না চায়
করিতে চাহে নিবারণ।


কবিতারা কাঁদে নিভৃতে নীরবে
দেখিয়া নিঠুর আচরণ,
সুখে থাক সখা চির সুখী হও
প্রার্থনা করি চিরন্তন।


তোমার আকাশ বেদণা বিধুর হলে
আমার আলোরা সান্তনা দেবে বলে,
ছুটিয়া বেড়ায় দ্যুলকে ভূলকে
ভুলিয়া সকল নিয়ন্ত্রণ...।


আমার পৃথিবী তোমার হবে বলে
রাতের আকাশে তারা গুনে গুনে চলে,
কি আশা সুখে ভাসায় তরী
জানায় সাদর সম্ভাষণ।


তোমার প্রণয় সুর্যের সাথে হলে
পৃথিবীর বুকে আগ্নেয়গীরি তপ্ত লাভা ঢালে,
সে লাভায় জ্বলে ছারখার হয় শত বাড়িঘর প্রান্তর
হাজার বাসনা পুড়ে অঙ্গার, গলে না তোমার অন্তর......।