স্বপ্নহীন সাগর যেন কুয়াশামোড়া চাদর
ভালোবাসাহীন গৃহের কোণ,
ঘুনপোকারা ছিড়েখুড়ে খায় হৃৎপিন্দ
তবুও মনের কোণে বার বার উঁকি দেয় আশা....।


প্রেমের জোনাকিতে জ্বলে আর নেভে রাতের অন্ধকার,
তোমার মুখের এক টুকরো হাসি,
দুচারটি মিষ্টি কথা, দুঃখের ধুসর মরুভুমিতে
ছড়িয়ে দেয় লোনা জলের সাগর…।


পাথরে ফুল ফোটাব বলে
হাতে তুলে নিয়েছি ভালোবাসার কলম,
তোমার টোলপড়া গালের গর্তে
আমার আহত প্রেম খোঁজে সান্তনা.....।


তোমার চোখের মৃদু ইশারা
বিদ্যুতের ঝিলিক হয়ে স্নায়ুতন্ত্রে ঝাকি দেয়,
আজ বৃষ্টি হবে, মেঘের ফাঁকে চাঁদ উঠবে
পাথরে ফুল ফুটবে তুমি জান না..…।।