এক


ঢেউ ভাঙ্গা চাঁদ যদি জানতো
কত ঢেউ তার টানে ভেঙ্গে পড়ে
জ্যোৎস্নায় ডোবে কত মধুর স্বপন?


কত রাতজাগা প্রেমিক শেয়াল
তার অপার্থিব আকর্ষণে নির্ণিমেষ চেয়ে চেয়ে
হারায় কত মধুর লগন?


তবে, ষোড়শীর একবুক নীরব অভিমানে
থৈ থৈ কান্নারা মেঘের আড়াল ভেঙ্গে
আকাশের সিড়ি বেয়ে নামতো.......।


দুই


মরার কোকিল যদি জানতো
কত প্রেয়সির মন উচাটন,
ঘরবার উদ্বেল হয় কুহু ডাকে?

কত পলাশের রং জ্বলে যায়
কত শিমুলের পাপড়ি ঝরে রুদ্র বৈশাখে
কত কৃষ্ণচুড়া ম্রিয়মান হয় নতমুখে?


তবে রং ধনু রং মেখে
বৈশাখি ঝড় শেষে, বসন্ত ভালবেসে
বৃষ্টিরা জোরে হেসে উঠতো...।