ঘর পোড়া গরু বলে আমায় কটাক্ষ করতে
অথচ জানতে না সময় বড় মরণঘাতি ব্যাধি,
বৈরি সময়ের হাত ধরে
তোমার বিজয় রথের চাকা যখন উল্টো ঘুরলো,
আশ্বিনের ভরা ক্ষেতের হাসি
তোমার দুর্দশা দেখে কষ্ট পেলো।
তোমার নিটোল পায়ের ছন্দ
পতিত স্বৈরাচারের মত মাটিতে লুটালো,
অথচ কি সুন্দর হতে পারত
আমাদের যৌথ সময়...।।


আমিতো তোমার বিরুদ্ধে
দুদকে কোন অভিযোগ করিনি,
তবুও চতুর হায়েনার দল
দুদকের তদন্তের মত সন্তর্পনে গুড়ি গুড়ি পায়..…,
তোমার দিকে এগিয়ে যাওয়ার সেই ভয়ঙ্কর দৃশ্য
এখন চোখ বুজলেই আমি দেখতে পাই।
আদালতে তোমার সাফাই সাক্ষীদের
আজ আর কোন বিশ্বাসযোগ্যতা নেই,
ওদের চরিত্রে দেহপসারিনির লেবেল আটা হয়ে গেছে ।।


আমার নোটবুকে তুমি আজ
একটা জীর্ণ ছেড়া পাতা,
সময়ের টর্ণেডোর আঘাতে তুমি আজ
লন্ডভন্ড পরাজিত স্মৃতির ভাগাড়…।
সে ভাগাড়ে নেই কোন হীরা জহরত,
নেই কোন মনি মুক্তা,
দুঃখ শুধু এই, ইতিহাস থেকে
কেউ শিক্ষা নেয় না......
সবাই কাছা মেরে ইতিহাস হতে চায...।।