কোকিলের খাদ্য সঙ্কটে সেবার
আঁধারের কোল বেয়ে
নেমে এসেছিলো প্রেমের আকাল,


সুজন মাঝির অন্তরে
যতই বসন্তের সুবাতাস বয়ে যাক
আক্ষরিক অর্থে কোকিলের গোস্বায়
মাঠ ফেটে হয়ে গেলো চৌচির।
শুকনো মাঠে থেমে গেলো জীবনের কোলাহল।

পোকা মাকড়হীন হালচাষে, লাঙ্গলের পাশে
ভীড় করেনা আর,
ফিঙে অথবা ভাত শালিকের ঝাক,


জীবনধারার সাথে
আঁধারে ভেসে গেলো কাঙ্গাল হৃদয়।


হাজার বছর পরে
কোন এক কলির সন্ধ্যায়,
কোন এক প্রেমের প্রত্নতাত্ত্বিকের কোদালের মাথায়,
মাটির গভীর থেকে উঠে এলো
প্রেমের দ্রাক্ষায় সিক্ত পাথরের ফুল।


চারিদিকে হৈ চৈ!
এ যে হাজার বছর আগে হারানো সেই
কাঙ্গাল হৃদয়!
কি করে হয়ে গেল প্রেমের ফসিল!