শিশিরের ঝরে যাওয়ার কষ্ট
তুমি ছাড়া আর বুঝবে কে বলো?
সবুজ পাতার ফাঁকে গলে গলে ঝরে যায়,


গাভীর চোখের মত চেয়ে থাকে বুড়ো অশ্বথ
সময় যে বয়ে যায়।


তোমার খোপায় দোলে বেলিফুল,
জনারণ্যে সুবাস ছড়িয়ে যায়,,,
রোজকার আসমানি মেঘ জমে জমে গলে যায়,


সময়ের অশনি সংকেতে মায়াবতি জ্যোৎস্না
অকালে হারায় আঁধারের গায়।


স্বপ্নের চোরাগলি পেরিয়ে
নিন্দুকের কাঠখোট্টা শহরে
নিদ্রাহীন ভেসে থাকে পাথর সময়,


তোমার অভিমানগুলো
চোখের সীমানা ছাড়িয়ে কষ্টের লোনাজলে ভেসে যায়।


কতটা জীবন পরবাসি সুখ
বেহায়া নাগরের মত হেলান দিয়ে
রোদের কোলে বসে থাকবে বলো?


এইসব ঝরাদের গলাদের পচাদের কষ্ট
তুমি ছাড়া আর বুঝবে কে বলো?


তোমার কষ্টের নীলসীমানায়
শিশিরের ঝরে যাওয়ার কষ্ট
তুমিছাড়া আর বুঝবে কে বলো?