শরীর মন আর পারিপার্শ্বিকতা নিয়ে
বড়ো ধন্দে আছি আজকাল;
সময়ের ভারে শরীর কেন যেন
খুব আয়েশি হয়ে গেছে...
নড়তে চড়তে বললেই বলে
‘আমার আরো বিশ্রাম দরকার...,
আরেকটু থাকিনা শুয়ে বসে... আরেকটু...’ ।


আর মনের কথা কি বলব, সে বড়ো বৈষয়িক...,
সারাক্ষণ কি পেলাম আর কি হারালাম
এই ভাবনায় ব্যস্ত;
অদ্ভুত তার চলার গতি...
পলকে ছুটে যায় লক্ষ মাইল দুরের কৈশরে, যৌবনে
পাখীর বাসা ভেঙ্গে ডিম পেড়ে আনে,
কখনো শাপলা শালুক কুড়ায়,
ঝিলের জলে সাঁতার কাটে;
প্রেয়সিকে সারপ্রাইজ দেবে বলে
শাহবাগের মোড় থেকে ফুল কেনে...।


কখনো বিশ্ব ক্রিকেটের এক নম্বর
সাকিব আল হাসান হয়ে যায়;
ছক্কার পর ছক্কা মেরে,
ভক্তদের ভালবাসা প্রেমে সিক্ত হয়ে
বিজয়ীর বেশে মাঠ ছাড়ে...।


পারিপার্শ্বিকতা বড়ো গোলমেলে...,
নুন নেই, তেল নেই, চাল নেই, ডাল নেই বলে
চিৎকার করে সারাক্ষণ;
যখন তখন বাজারে ছুটতে হয়...,
বড়ো বিশ্রী লাগে, কোন স্বাধীনতা নেই,
জীবন যেন আটকে আছে বন্দিশালায়।


এর মাঝেই বেঁচে আছি
বেঁচে থাকতে হয়;
শরীর যেন বার বার
হারায় অতৃপ্ত মনের নাগাল।
শরীর মন আর পারিপার্শ্বিকতা নিয়ে
বড়ো ধন্দে আছি আজকাল.....।।